1. salmanameen2012@gmail.com : নতুন ভাবনা : নতুন ভাবনা
  2. info@www.natunbhabna.online : নতুন ভাবনা :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নতুন ভাবনা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

আবারো রিয়াল মাদ্রিদের হার, এমবাপ্পের পেনাল্টি মিস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদের জার্সিটা যেন ঠিকমতো খাপ খাওয়াতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। নেই চেনা ছন্দে, হতাশার পাল্লা ভারী করছেন সময়ে সময়ে। যেমনটা করলেন গতরাতে, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

আবারো পেনাল্টি মিস করেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসী তারকা। তাতে ভেঙেছে আথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৯ বছর অপরাজেয় থাকার রেকর্ড। ২০১৫ সালের পর আবারও দলটার কাছে হেরেছে লস ব্লাঙ্কোজরা।

সান মেমেসে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আলেজান্দো রেমিরোর গোলের পাশাপাশি গোল করেছেন গোরকা গুরুজেতা। রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি আসে জুড বেলিংহ্যামের থেকে।

এই হারের ফলে বার্সেলোনার সাথে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ম্যাচের চতুর্দশ মিনিটেই ফাঁকায় বল পেয়ে জালে পাঠান এমবাপ্পে। তবে সাথে সাথেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। প্রথমার্ধে মনে রাখার মতো আর কিছুই করতে পারেনি রিয়াল মাদ্রিদ। কিছু আক্রমণ সাজালেও তাতে ছিলো না জোর।

বিরতির পরও খেলায় পরিবর্তন আসেনি খুব একটা। এর মাঝেই অবশ্য গোল পেয়ে যায় বিলবাও। ৫৩ মিনিটে রেমিরো এগিয়ে নেন স্বাগতিক দলকে। ওইহান সানসেট প্রথমে থিবো কর্তোয়াকে পরাস্ত করতে না পারলেও ফিরতি বলে তা জালে জড়ান রেমিরো

৬৭ মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েও হতাশ করেন এমবাপ্পে। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আহিরেসাবালা।

এর আগে এমবাপ্পে গত সপ্তাহেও পেনাল্টি মিস করেন। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে সুযোগ হাতছাড়া করেন তিনি। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল মাদ্রিদের দলটি।

যাহোক ১০ মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এমবাপ্পের নেয়া শট হুলেন আগিরেজাবালা ফিরিয়ে দিলে ফিরতি বলে টাচ করে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফুটবলার।

তাদের সেই স্বস্তি অবশ্য ২ মিনিটও স্থায়ী হয়নি। বক্সের বাইরে ফেদে ভালভের্দের ভুলে বল পেয়ে যান গুরুজেতা। ভেতরে ঢুকে জোরাল শটে কোর্তোয়াকে পরাস্ত করতে অবশ্য ভুল করেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নতুন ভাবনা-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট