1. salmanameen2012@gmail.com : নতুন ভাবনা : নতুন ভাবনা
  2. info@www.natunbhabna.online : নতুন ভাবনা :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নতুন ভাবনা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ফিরেই পুরোনো রূপে উইলিয়ামসন, শুধু সেঞ্চুরিটাই পেলেন না

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টটা যেখানে শেষ করেছিলেন, আজ যেন আবার সেখান থেকেই শুরু করেছিলেন কেইন উইলিয়ামসন। চোট সারিয়ে দলে ফিরেই নিজের ব্যাটসম্যানশিপের পরিচয়টা নতুন করে দিচ্ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েই যাচ্ছিলেন উইলিয়ামসন, এমনটাই যখন ভাবছিলেন তখনই গড়বড়! গাস অ্যাটকিনসনের একটু বাড়তি লাফানো বলটা খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে বিদায় নিলেন উইলিয়ামসন।

৬১তম ওভারে ১৯৭ বলে ৯৩ রান করে আউট হয়ে যখন উইলিয়ামসন ফিরলেন নিউজিল্যান্ডের স্কোর ২২৭/৫। সাবেক অধিনায়কের বিদায়ের পর ক্রাইস্টচার্চে আজ খেলা হয়েছে আরও ২২ ওভার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ড শেষ করেছে ৮ উইকেটে ৩১৯ রান তুলে।

১৫০ইতিহাসের ১১তম খেলোয়াড় হিসেবে ১৫০ টেস্ট খেললেন ইংল্যান্ডের জো রুট। ১১ জনের ৪ জন ইংল্যান্ডের।

টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের সুযোগ ছিল ইংল্যান্ড অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণের। ৪ রানে প্রথম উইকেট হারালেও ৩ উইকেটে ১৯৯ রান তুলে ফেলেছিল দলটি। কিন্তু সেখান থেকেই পা হড়কেছে স্বাগতিকদের। দিনের শেষ সেশনে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছে।

কেইন উইলিয়ামসনকে ফেরানোর পর বেন স্টোকস ও ব্রায়ডন কার্সের সঙ্গে গাস অ্যাটকিনসনের (বাঁয়ে) উদ্‌যাপন
কেইন উইলিয়ামসনকে ফেরানোর পর বেন স্টোকস ও ব্রায়ডন কার্সের সঙ্গে গাস অ্যাটকিনসনের (বাঁয়ে) উদ্‌যাপনএএফপি

তবে ক্রমেই বড় অলরাউন্ডার হয়ে ওঠার প্রতিশ্রুতি দেওয়া গ্লেন ফিলিপস টিকে থাকাতেই স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করার স্বপ্ন দেখতে পারে নিউজিল্যান্ড। ৪১ রান নিয়ে কাল দ্বিতীয় দিন শুরু করবেন ফিলিপস। তাঁর সঙ্গী এই সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া টিম সাউদি অপরাজিত ১০ রানে। ২৯৮ রানে অষ্টম উইকেটের পতনের পর ২১ রান যোগ করেছেন দুজন। এর আগে নাথান স্মিথকে নিয়ে অষ্টম উইকেটে ৪৬ রান যোগ করেন ফিলিপস।

নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। ডেভন কনওয়ে ফিরতি ক্যাচ দেন গাস অ্যাটকিনসনকে। চোটের কারণে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়ে একটি ম্যাচও খেলতে না পারা উইলিয়ামসন নামেন তখনই। অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন সাবেক অধিনায়ক। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে ল্যাথাম বিদায় নেওয়ার পর রাচিন রবীন্দ্রকে নিয়ে তৃতীয় উইকেটে ৬৮ রান ও এরপর ড্যারিল মিচেলকে নিয়ে আরও ৬৯ রান যোগ করেন উইলিয়ামসন।

ম্যাট হেনরিকে ফেরানোর পর অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে বোলার শোয়েব বশির
ম্যাট হেনরিকে ফেরানোর পর অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে বোলার শোয়েব বশিরএএফপি

নিউজিল্যান্ডকে শুরুর ধাক্কাটা পেসাররা দিলেও উইকেট–সংখ্যায় দিনের সেরা বোলার শোয়েব বশির। ইংলিশ অফ স্পিনার নিয়েছেন ৪ উইকেট। দুই পেসার গাস অ্যাটকিনসন ও ব্রায়ডন কার্স পেয়েছেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩১৯/৮ (উইলিয়ামসন ৯৩, ল্যাথাম ৪৭, ফিলিপস ৪১*, রবীন্দ্র ৩৪; বশির ৪/৬৯, কার্স ২/৫৭, অ্যাটকিনসন ২/৬১)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নতুন ভাবনা-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট