প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৩৮ পি.এম
ভারতকে ‘১৫০’ রানে অলআউট করে আরও বড় চাপে অস্ট্রেলিয়া
ভারতকে ‘১৫০’ রানে অলআউট করে আরও বড় চাপে অস্ট্রেলিয়া
পার্থ টেস্টে বল হাতে দারুণ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউল-প্যাট কামিন্সের তোপে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারত। তবে ব্যাট হাতে দিনটা স্বস্তির হলো না অজিদের। বুমরাহ-সিরাজদের তোপে আরও বড় চাপে স্বাগতিকরা।
শুক্রবার (২২ নভেম্বর) ৮৩ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। স্কোরকার্ডে ৬৭ রান তুলতে তারা হারিয়েছে ৭ উইকেট। একাই ৪ উইকেট নিয়েছেন বুমরাহ।
পার্থ টেস্টের শুরু দিনে দাপট দেখিয়েছে দুদলের পেসাররা। একদিনেই পড়েছে ১৭ উইকেট। লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়ে ভারতীয় পেসাররা। তাদের তোপে ক্রিজেই দাঁড়াতে পারেনি অজি ব্যাটাররা। স্বাগতিকদের যে ৭ উইকেট পড়েছে তার মধ্যে কেবল দুজনই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। এর মধ্যে নাথান ম্যাকসুইনি ১০ আর ট্রাভিস হেড ১১ রান করে আউট হয়েছেন।
অনেক ধৈর্য ধরেও ক্রিজ আঁকড়ে রাখতে পারেননি মার্নাস লাবুশেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বল মোকাবিলা করা এ ব্যাটার আউট হয়েছেন ২ রান করে। দিনশেষ ২৮ বলে ১৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। তার সঙ্গী মিচেল স্টার্ক ১৪ বলে ৬ রানে অপরাজিত আছেন।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। এছাড়া সিরাজ ২ আর হারশিত রানা ১ উইকেট নিয়েছেন।
এর আগে হ্যাজেলউডদের তোপের মুখে রিশাভ পন্ত ও নীতিশ কুমার রেড্ডির কল্যাণে কোনো রকম ৪৯.৪ ওভার মোকাবিলা করে ১৫০ রান তোলে ভারত। নীতিশ ৫৯ বলে ৪১ আর পন্ত ৭৮ বলে ৩৭ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করেন লোকেশ রাহুল।
অজিদের পক্ষে হ্যাজেলউল ৪ আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ ২টি করে উইকেট নিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত