প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৩৪ পি.এম
নতুন ইসি নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া
নতুন ইসি নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া
নতুন নির্বাচন কমিশন (ইসি) সফল হবে বলে আশা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ইসিকে সহযোগিতা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে গণমাধ্যমে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শুক্রবার (২২ নভেম্বর) নতুন ইসি গঠন নিয়ে গণমাধ্যমে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিগত কয়েকটি নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার নতুন নির্বাচন কমিশন গঠনে আমরা সন্তুষ্ট। নতুন প্রধান কমিশনারের বক্তব্যে আশাবাদী আমরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘এবারের কমিশন নিরপেক্ষ। আশা করি, তারা সফল হবে। আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত।’
‘তবে পূর্বের নিয়মনীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। ইসলামী আন্দোলন চায়, একটি সংস্কারের পর নির্বাচন হোক। তা না হলে আগের পরিস্থিতি আবারও সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে’, যোগ করেন তিনি।
মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ইসলামী ঐকমত্যের পথে হাঁটতে চায় ইসলামী আন্দোলন। তবে আওয়ামী লীগের বিষয় এ দেশের মানুষ মেনে নেবে কি না সন্দেহ আছে। তারা আসলে পরিবর্তন হয়ে আসতে পারে। তারপরও সাধারণ মানুষ সেটা মেনে নেবে বলে মনে হয় না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত