প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৬:০২ এ.এম
ভয় দেখিয়ে লাভ নেই, ‘আমরা মরতে শিখেছি’
ভয় দেখিয়ে লাভ নেই, ‘আমরা মরতে শিখেছি’
আওয়ামী লীগের মতো স্বৈরাচারী শাসনব্যবস্থা বাংলাদেশে আর আসতে দেয়া হবে না বলে জোর দিয়ে বলেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ফরিদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোনাগ্রামে উপজেলা বিএনপি আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে ঠিকই; কিন্তু তাদের প্রেতাত্মারা এখনও বাংলাদেশে রয়েছে; তারা নানা ষড়যন্ত্র করছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ‘অনেক লড়েছি, আর আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মরতে শিখেছি।’
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব মুন্সী, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্ল্যা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত