1. salmanameen2012@gmail.com : নতুন ভাবনা : নতুন ভাবনা
  2. info@www.natunbhabna.online : নতুন ভাবনা :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নতুন ভাবনা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

বিপিএলে আসছে বড় চমক, আসতে পারেন হলিউড তারকা

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

চমক নিয়ে আসছে বিপিএল। প্রধান উপদেষ্টার সংস্পর্শে বদলে যাচ্ছে দেশের ক্রিকেটের এই মহা আয়োজন। বিতর্ক পেছনে ফেলে এবার দারুণ কিছু উপহার দেয়ার প্রত্যয় বিসিবির। এমনকি টুর্নামেন্ট জমজমাট করতে দেখা যেতে হলিউড তারকাও।

৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) ১১তম আসর। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে এবার নতুন করে রঙে রাঙাতে চায় ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।

বিপিএল নিয়ে বিতর্ক একদম শুরুলগ্ন থেকেই। বারবার নতুন শুরুর ঘোষণা দিলেও পরিবর্তন আসেনি, বিতর্ক পিছু ছাড়েনি৷ এবারের আসর নিয়েও চলছে নানান কানাঘুঁষা। তবে এর মাঝেই শোনা যায় সুখবর, ড. ইউনুস সাজাচ্ছেন পরিকল্পনা।

এই নিয়ে গতকাল মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সম্প্রচার স্বত্বাধিকারীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করে বিসিবি। বিপিএলকে কীভাবে আরো বেশি জনসম্পৃক্ত করা যায়, সে আলোচনাই হয়েছে সভায়।

সেই পরিকল্পনার খানিকটা অংশ বিশেষ জানা গেল বিসিবি’র পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের থেকে।

সোমবার গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা নিজেই এর সাথে যুক্ত রয়েছেন।’

‘বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না। যেখানে আমরা সবাই জড়িত থাকি, বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’ যোগ করেন ফাহিম।

এই প্রসঙ্গে ফাহিম আরো বলেন,‘এ ধরনের ইভেন্টের সাথে মানুষকে কীভাবে আরো সম্পৃক্ত করতে হয়, মানুষকে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, এ বিষয়গুলো আমাদের প্রধান উপদেষ্টার চেয়ে ভালো কেউ জানেন না।’

‘কীভাবে এটাকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে পরিণত করা যায়, কীভাবে এটাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা যায়, কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায়; বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কেমন, বাংলাদেশের সমাজটা কেমন, বাংলাদেশের সংস্কৃতি কেমন। শুধু বিপিএল নয়, তাতে বাংলাদেশও একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে।

এবারে বিপিএলের সাথে সম্পৃক্ত হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএলের সময় এই টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা তাদের। তাছাড়া অন্যান্য ক্রীড়া ফেডারেশন থেকেও এই সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন হতে পারে।

এদিকে বিপিএলে খেলার বাইরের অনেক বৈশ্বিক তারকাকে দেখা যাবে বলে আভাস দিয়েছেন নাজমূল আবেদীন। তারকা ক্রিকেটার, ফুটবলার, এমনকি দেখা যেতে পারে হলিউড অভিনেতা-অভিনেত্রীদেরও। তাছাড়া প্রধান উপদেষ্টাকে দিয়েও বিপিএলের মার্কেটিং করাতে চায় বিসিবি।

তিনি বলেন ‘প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে।’

তাছাড়া নতুন করে থিম সংও তৈরি হচ্ছে বিপিএলের।প্রথমবারের মতো থাকবে মাসকটও। ট্রফি ট্যুর আর মাসকট ট্যুরেরও পরিকল্পনা আছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে কনসার্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নতুন ভাবনা-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট