বাড়ি ভাড়া মিনিমাম ৪০,০০০/- কুরবানী ২৫/৩০/- হাজার আবার ৩/৪ কিঃ মিঃ দুরত্বের কারনে ৫ ওয়াক্ত নামাজে আসতে গাড়ি ভাড়া মিনিমাম ৪০,০০০/- হাজার টাকা অর্থাৎ ১,০০০০০/- হাজীর কাঁধে রেখে বাঙালিকে বলদ বানানোর ১০১ পদ্ধতির একটি হলো এবারের হজ্জ প্যাকেজে খরচ কমানো।
এবছর হজ্জের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তাতে ফেসবুক পাবলিক অনেক উচ্ছসিত হলেও হজ্জের সময় সবচেয়ে বেশি গালি খাবে এজেন্সি মালিক আর মুনাজ্জিমরা । আর সীমাহীন কষ্ট ভোগ করবে সাধারণ হাজীরা।
সুযোগ ছিল, হোটেল কাছাকাছি রেখেই বিমান ভাড়া কমিয়ে প্যাকেজের মূল্য কমানোর। অথচ নামকাওয়াস্তে বিমান ভাড়া কমিয়ে ৩/৪ কিলোমিটার দূরের হোটেল দিয়ে প্যাকেজ মূল্য কমিয়েছে! এমন জায়গায় হোটেল দিছে, যেখান থেকে না পারবে পায়ে হেঁটে বায়তুল্লাহতে আসতে, আর না পাবে এভেলভেল গাড়ি। জুন-জুলাইয়ের উত্তপ্ত আরবীয় গরমে ব্যাপারটা হাজীদের জন্য কতটা ভোগান্তির হবে সেটা বুঝবে সময় মতো। তাছাড়া এবারের প্যাকেজে অন্যবারের মতো খাবার এবং কুরবানীর খরচ অন্তর্ভুক্ত করা হয়নি! এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আরো ৫০/৬০ হাজার টাকা হাজীকে প্যাকেজের বাইরে অতিরিক্ত খরচ করতে হবে। সবমিলিয়ে যেই লাউ সেই কদু হলো, মাঝখান থেকে বায়তুল্লাহর মেহমানদের ভোগান্তির নতুন পথ উন্মোচিত হলো।
সুতরাং, বাংলাদেশে বসে- ১ লাখ টাকা হজ্জের খরচ কমে গেছে এই সংবাদে অতি উৎসাহী হওয়ার কিছুই নেই। তবে যাদের উৎসাহ বেশি, তারা চাইলে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে চলে আসতে পারেন, এতে বিমান ভাড়া বেঁচে প্যাকেজ মূল্য আরো দেড় লাখ কমে যাবে। সেই সাথে যদি হাজীদেরকে হোটেলে না রেখে রাস্তা-ঘাটে রাখার ব্যবস্থা করা যায়, এবং হেরেমের ফি-সাবিলিল্লাহ খাবার খাওয়ানো হয়, তাহলে আশাকরি হজ্জের খরচ দেড় লাখ টাকায় নিয়ে আসাও সম্ভব।
Leave a Reply