জুলাইয়ের ফ্যাসিস্টবিরোধী গণআন্দোলন ও গণহত্যা নিয়ে সিনেমা নির্মাণ করছেন সময়ের দর্শকপ্রিয় ও সাহসী নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এরইমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন তিনি। জুলাই আন্দোলনে অফলাইন ও অনলাইনে স্বৈরাচারের বিরুদ্ধে ব্যাপকভাবে সোচ্চার ছিলেন এ নির্মাতা। এবার সেই বিষয় নিয়েই সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। গতকাল বিষয়টি নিয়ে মানবজমিনকে বান্নাহ বলেন, সবাই আপনারা জানেন জুলাইয়ের গণআন্দোলন ও গণহত্যার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলাম। তবে এটা কিন্তু প্রথম নয়, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার আন্দোলন অনেক আগে থেকেই শুরু হয়। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড যখন সংঘটিত হলো তখন মনে হলো দেশ সঠিক পথে নেই। এরপর শাহবাগে আন্দোলনের সময়ও একই উপলব্ধি হয়। পরবর্তীতে মতিঝিলের শাপলা চত্বরে মিডিয়াকে বের করে দিয়ে অনেক মানুষ মারা হলো।
২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গেও ছিলাম। সে সময় আমাকে তুলে নেয়ার হুমকি দেয়া হয়। পুলিশ দিয়ে হয়রানি করা হয়। কিন্তু দমে যাইনি, কথা বলে গেছি অন্যায়ের বিরুদ্ধে। এরপর নূরুল হকদের বৈষম্যবিরোধী আন্দোলনেও কথা বলেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তবে ২৪ এর জুলাই আন্দোলনে নির্বিচারে যেভাবে মানুষ মারা হলো এটা একেবারে নতুন একটি ঘটনা। সে সময়ও আমি আমার জায়গা থেকে আন্দোলন করে গেছি। হুমকি পেয়েছি। আন্দোলন করতে গিয়ে ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অজ্ঞাত হয়তো আরও অনেক আছে। আহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। তাদের কিন্তু গল্পের শেষ নাই। বান্নাহ বলেন, গণআন্দোলন, গণহত্যা ও স্বৈরাচারের পতন নিয়ে অনেক অনেক ঘটনা রয়েছে। এখন আমার মনে হয়েছে এটা সঠিক সময়। ছাত্র-জনতার গণআন্দোলনের বিষয়টাকে আমি হৃদয়ে ধারণ করি। ‘ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড ও গণআন্দোলন বড় পর্দায় তুলে ধরবো’ সে কারণেই সিনেমা বানাচ্ছি। এ সিনেমায় অভিনয়শিল্পী নির্বাচন নিয়েও চমকের কথা জানালেন বান্নাহ। তিনি বলেন, যারা জুলাইতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন সেসব অভিনয়শিল্পীদের বলবো আমার সঙ্গে যোগাযোগ করতে। আমি নিজেও যোগাযোগ করছি। আমি চাই এ বিষয়টিকে যারা ধারণ করে তাদের দিয়েই অভিনয় করাতে। শুধু তাই নয়, জুলাইতে যারা আহত হয়েছেন, তাদের অনেকেও এখানে অভিনয় করবেন। কবে নাগাদ শুটিং শুরু হচ্ছে সিনেমার? বান্নাহ বলেন, যত দ্রুত সম্ভব। ডিসেম্বরের মধ্যেই চাই শুটিং শুরু করতে। আর নতুন বছরের শুরুতেই চাই সিনেমাটি মুক্তি দিতে। এক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যাদের এ আন্দোলনে কনট্রিবিউশন ছিল সবার সহযোগিতা চাই আমি। সরকারের সহযোগিতাও চাই। টাকার সহযোগিতা নয়, শুটিংয়ের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যেন দেখা হয়। বান্নাহ সিনেমা নিয়ে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন, আমি যেহেতু নেমেছি, আমাকে থামানো যাবে না। বছরে সিনেমা ও ওয়েব কনটেন্ট মিলিয়ে অন্তত ছয়টি কাজ করতে চাই। তখন হয়তো নাটকের কাজ করা হবে না। এটা বলতে কষ্ট হচ্ছে। কারণ নাটক দিয়েই আমি পরিচিত। প্রায় পাঁচশ’ নাটক আমি বানিয়েছি এক যুগে। এখানকার শিল্পী ও দর্শক আমাকে অত্যন্ত ভালোবাসেন। আশা করছি আমার সিনেমার এ যাত্রায়ও তারা সঙ্গে থাকবেন।
Leave a Reply